প্রকাশের সময় 24/08/2024
দৃশ্যমান বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ‘মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। শিশু, বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এ অবস্থায় আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে”। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন আব্দুর রাজ্জাক শাহ, চেয়ারম্যান ভিয়াইল ইউনিয়ন পরিষদ।
বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুদান সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ নিয়ে বন্যাদুর্গতদের পৌঁছে দেওয়া হবে।
“মানুষ বাঁচলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার।
এই মানুষগুলোই আবার দেশ গড়বে। চলেন, আরেকবার সাড়া দেই দেশের ছাত্র-জনতা, শিক্ষিত সমাজ আর সব সাধারণ মানুষ, প্রাকৃতিক দুর্যোগে-আমরা সবাই চেষ্টা করলে অবশ্যই পারব।
ঐক্যবদ্ধভাবে সবাই যদি এগিয়ে আসেন, তাহলে প্রাকৃতিক দুর্যোগ বা বালা-মুসিবত যত বড়ই হোক না কেন, তার মোকাবিলা করা কঠিন হতে পারে না।
টানা ভারি বর্ষণ ও উজানের ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যায় মানবেতর পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।
এসময় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ নিজেই ১০,০০০/ (দশ হাজার) টাকা দিয়ে অনুদান সংগ্রহের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলেই যে যার সামর্থ অনুযায়ি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ রায়, ইউপি সদস্য লোকনাথ রায়, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ডাক্তার হাসিনুর রহমান, মুকন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমন্ত কুমার রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।