প্রকাশের সময় 22/01/2025
নারায়ণগঞ্জ বন্দর থানায় মদনপুর হাইওয়ের রাস্তায় বেড়েছে ডাকাতদের উৎপাত এখানে প্রতিদিনই চলে ডাকাতি অভিযোগের ভিত্তিতে জানা যায় গ্যাং লিডার ইয়াসিন,পিতা মো,মিজান বাড়ি মদনপুর ফুলহর এলাকার বাসিন্দা এর নেতৃত্বে বিভিন্ন গাড়ি থেকে টাকা পয়সা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়,এ ব্যাপারে বন্দর থানায়,শ্রাবণ গাড়ির মালিক পক্ষ বাদী হইয়া অভিযোগ দায়াল করেন অভিযোগের ভিত্তিতে জানা যায় যে মদনপুর ফুলহর বন্দর জেলা নারায়ণগঞ্জদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়াল করতেছি যে আমি মদনপুর গুলিস্তান শ্রাবণ মালিক সমিতির প্রতিনিধি সাক্ষী মাইনুল,মদনপুর গুলিস্তান শ্রাবণ গাড়ি যাহার রেজিস্টার নং ঢাকা মেট্রো ব-১৪-০০৩১ এর ড্রাইভার গত-২১ ০১ ২০২৫ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় সময় মাইনুল গাড়ির যাত্রী নিয়ে গুলিস্তান হইতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা দিন মদনপুর বাস স্টানের উদ্দেশ্যে রওনা করিয়া সকাল ১১-১০ঘটিকার সময় মদনপুর বাস স্ট্যান্ড এর অপর পাশে ঢাকা-চট্টগ্রাম গামী মহাসড়কের চট্টগ্রাম গামী লেনে পৌছাইয়া যাত্রীর নামিয়ে বন্দর থানা দিন কেওডালা ইস্টার্ন হইতে গাড়ি ঘুরাইয়া মদনপুর বাস স্ট্যান্ড আসার সময় রাফি ফিলিং স্টেশন এর সামনে পৌঁছানো মাত্র পরিকল্পিতভাবে ইয়াসিন ডাকাত তার বাহিনী নিয়ে দলগতভাবে শক্তির মহড়া প্রদর্শন সহ গুরুতর অপরাধ সংঘটন করার জন্য গাড়ি থামাইয়া মাইনুল ও তার গাড়ির হেল্পার রমজানকে দেশীয় অস্ত্র শস্ত্রের মুখে জিম্মি করিয়া ভয়-ভীতি প্রদর্শন করে গাড়ি থেকে টেনে হ্যাচরাইয়া রাস্তায় নামাইয়া এলোপাতালি মারপিট করে এবং ১নং বিবাদী সাক্ষী মাইনুল (৩৮)এর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে নগদ ৬৩০০ টাকা নিয়ে প্রাণনাশের হুমকি দিয়া গাড়ির হেলপার মোহাম্মদ রমজান (২৭)এর কাছ থেকে নগদ ১৭০০,টাকা নিয়ে চলে যান ঢাকাত দলের সদস্যরা।
গোপন সূত্রে জানা যায় যে ডাকাত ইয়াসিনের এক বিশাল বাহিনী আছে আর এই বাহিনী দিয়ে প্রতিদিনই ছিনতাই,ডাকাতী, মাদকদ্রব্য বিক্রিও মেয়েদেরকে দিয়ে দেহ ব্যাবসা করে থাকেন, মেয়েদের দিয়ে ভালোবাসার ফাদে ফেলে ছেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে,এবংতার বিরুদ্ধে জোর পুর্বক ভাবে মেয়েদের দর্শন করার অভিযোগ ও রয়েছে ঢাকার দলের সদস্যরা হলেন ১/ইয়াসিন(৩০)পিতা মিজান ২/রাজিব (২৭)পিতা অজ্ঞাত,৩/রিফাত (২৮)পিতা অজ্ঞাত এই তিনজনের নামে উল্লেখিত অভিযোগ রয়েছে এ ব্যাপারে বন্দর থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।।