প্রকাশের সময় 26/08/2024
বন্যা কবলিত বুড়িচং, কুমিল্লা এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার ২৬ আগস্ট ২০২৪ একদল সেচ্ছাসেবক ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ত্রাণ নিয়ে সেখান যান।সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাও. হাফেজ মো. শাহ আলম, প্রতিষ্ঠাতা তালতলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। হাফেজ মাও. শাহাদাৎ হোসাইন সাইদী, মুফতি মাও. কে. এম. নজরুল ইসলাম খান, আনোয়ারুল আলম ভুইঁয়া, মুমিনুল ইসলাম ভুইঁয়া পাবেল, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, তানভীর ভুইঁয়া, ওমর ফারুক, প্রমুখ। ত্রাণ হিসেবে ছিল রান্না খাবার (বিরিয়ানি) ,বিভিন্ন ধরনের ঔষুধ , শুকনা খাবার, মোমবাতি, গেস্ট লাইট, সেনিটারি পেট, পানি ইত্যাদি। রান্না খাবার ছিল ৭০০পেকেট, শুকনা খাবার, ২৫০ পেকেট, পানি ১০০০লিটার।