প্রকাশের সময় 28/09/2024
মোকছেদুল ইসলাম (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা ফোকাল পয়েন্ট সদস্য নির্বাচন ও পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করণ, মন্ডবভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ, মন্দির ও মন্ডপ পর্যায়ে কমিটি গঠন, পূজা মন্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও মাদকের ব্যবহার নিষিদ্ধকরণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়নে ৩০টি পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা নবাগত প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মুহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসার সৈয়দ সাজ্জাদুল আজম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার ভিডিপি প্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাসসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।