প্রকাশের সময় 13/11/2024
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী।এঘটনায় পুলিশ স্বামী শফিকুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনপর পুত্র। সে ১৫ দিন পূর্বে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিজ বাড়ীতে আসে।
নিহতের নাম সানোয়ারা(৩২)। সে ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
নিহত সানোয়ারা ও গ্রেফতারকৃত শফিকুল ইসলাম আপন খালাতো ভাই বোন।তাদের সংসারে সুমাইয়া(১১) ও সাদিয়া (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার(১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫ দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজী বাড়ি এলাকায়।
বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত স্বামী শফিকুল ইসলাম ও স্ত্রী সানোয়ারা বেগম আপন খালাতো ভাই বোন। তাদের সংসার জীবনে দুটি মেয়ে রয়েছে। গত ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়ীতে আসে। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ীর ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগমের বাধা উপেক্ষা করে ছাদে খেলতে যায়। এতে করে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী -স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা চাকু দিয়ে নিহতের গলায়,পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান নিহতের লাশের পাশেই বসে রয়েছে স্বামী শরিফুল ইসলাম। হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।