প্রকাশের সময় 20/01/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী,নিজস্ব প্রতিনিধি।।
দেশের বহুল আলোচিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে জনগণের মুখপত্র হিসেবে কাজ করে যাচ্ছে।
২০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ভোরের দর্পণ পত্রিকার অস্থায়ী কার্যালয়ে বকশীগঞ্জ প্রতিনিধি মতিন রহমানের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুরুতেই পবিত্র মিলাদের মাধ্যমে সূচনা এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন শেষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহিন আল আমিন, দৈনিক মানবজমিন এর সাংবাদিক আশরাফুল হায়দার, দৈনিক আমার দেশের সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, ঢাকা প্রতিদিনের সাংবাদিক মুসা মিয়া, দৈনিক সমকালের সাংবাদিক মাসুদ উল হাসান, ভোরের কাগজের সংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী, মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, দেশের কন্ঠের সাংবাদিক সালাম মাহমুদ, দৈনিক জবাবদিহির সাংবাদিক আল মুজাহিদ বাবু, দৈনিক ভোরের চেতনা সাংবাদিক মনিরুজ্জামান লিমন, মুভিবাংলা টিভির বকশীগঞ্জ প্রতিনিধি একেএম নূর আলম নয়ন, সত্যের সন্ধানে প্রতিদিনের সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক মাহবুবুর রহমান ময়ূর, সাংবাদিক মুরাদ সরকার, দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীসহ স্থানীয় আরো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ।
উল্লেখ্য উত্তরবঙ্গের কিংবদন্তি মোজাম্মেল হকের সম্পাদনায় ভোরের দর্পন আজ উন্নয়ন ও অগ্রগতির কথা বলছে। দৈনিক ভোরের দর্পণের পাশাপাশি মোজাম্মেল হকের সম্পাদনা দৈনিক করতোয়া দেশের অসহায়, দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে আলোচিত হয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বকশীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকরা দেশের বহুল আলোচিত দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।