প্রকাশের সময় 20/08/2024
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন বনমালা আচার পট্টি রোডের দুই ভাই কাইয়ুম হাওলাদার ও হুমায়ুন হাওলাদার এবং বন্ধু সাগর মিলে যুবলীগ নেতা পরিচয়ে টঙ্গীতে মাদকের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে।
এই তিনজন একাধিক বার জেল খাটার পরেও থেমে নেই তাদের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড। টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সোহেল রানার নাম ভাঙ্গিয়ে, ও রাজনৈতিক শক্তিকে পুজি করে কাইয়ুম হুমায়ুন সাগর গড়ে তুলেছে বিশাল এক কিশোর গ্যাংও অপরাধ সম্রাজ্য গড়ে তুলেছে ।
এই বাহিনী এলাকায় খুন জখম, চাঁদাবাজী,মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে যুবলীগ নেতা ও যুব বন্ধু সোহেল রানার সহযোগি হয়ে কাজ করছে টঙ্গী বনমালা আচার পটি এলাকার চিহ্নিত মাদক কারবারি কাইয়ুম,হুমায়ুন ও সাগর।
এই তিনজন এদিকে এলাকাবাসীর দাবি যুবলীগ নেতা সোহেল রানার ডান হাত। তাদের নামে টঙ্গী পূর্ব থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কিছু আগে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ায় পূর্ব শত্রু তার জের ধরে সুজন নামে এক ব্যক্তিকে প্রকাশ্য কুপিয়ে জখম করেন ঐ মামলার ৩নং আসামী হুমায়ুন।
তার নামে টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পূবাইল থানা সহ বিভিন্ন থানায় তামিল হত্যার অন্যতম আসামি, জোড়া মার্ডার মামলার অন্যতম আসামী, অস্ত্র মামলা, চাঁদাবাজী, ডাকাতি, ছিনতাই মাদক হেরোইন মামলা সহ প্রায় ১০/১২ মামলা রয়েছে। কাইয়ুম হাওলাদার বনমালা দত্তপাড়ার হুমায়ূনের বড়ো ভাই নামে পরিচিত। তার নামে ৮/১০ টি মামলা হত্যা মামলা, চাঁদাবাজী, ডাকাতি, মাদক ছিনতাই মামলা রয়েছে।
হুমায়ুন কাইয়ুম ও সাগর এরশাদনগর থেকে শুরু করে তার অপরাধ সম্রাজ্য বিস্তৃত করেছে সমগ্র গাজীপুর মহানগর টঙ্গী জুড়ে। খুন জখম, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্ম করছেন নিয়মিত।
মানুষের জীবন ধ্বংসকারী মাদক ব্যবসায় তাদের প্রধান পৃষ্ঠপোষক যুবলীগ নেতা সোহেল রানা। সম্প্রতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগ বেকায়দায় পরলে রাতারাতি দল পরিবর্তন করে বিএনপি নেতাকর্মীর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে কাইয়ুম হুমায়ুন গ্রুপ।
দত্তপাড়া বনমালা এলাকায় বিএনপি জামাতের নেতাকর্মীদের সাথে আতত করে চালিয়ে যাচ্ছেন অপরাধ সম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ যে দল ক্ষমতাধর হয় তাদের সাথে লেজুড় লাগিয়ে চলেন তারা। যার ফলে তাদের অপকর্ম কোন ভাবেই থামনো যাচ্ছে না।