প্রকাশের সময় 28/09/2024
ঝালকাঠি প্রতিনিধি জামাল হাওলাদার
ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিনকে ঝালকাঠি সদর উপজেলায় বদলী করায় রাজাপুরের কতিপয় সমাজসেবক, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ২৮ সেপ্টেম্বর/২৪ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিতদের মধ্যে কথা বলেন উপজেলা জা-ই-কা কর্মকর্তা ইমরান হোসেন, শিক্ষক ও কবি মাহামুদা খানম, সংগীত ব্যাক্তিত্ব আসলাম হোসেন মৃধা, সাংবাদিক আলমগীর শরীফ ও রহিম রেজা, সমাজ কর্মী নাজনীন পাখি, উন্নয়ন ও এনজিও কর্মী সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সংগীতশিল্পী বাউল ছালমা ও নৃত্য প্রশিক্ষক রাকিব শেখ। আলোচনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজকর্মী সাবিনা ইয়াসমিন। আলোচকরা বিদায়ী ইউএনও’র অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেন যে, বিগত কয়েক বছর যাবত রাজাপুর উপজেলার মানুষ ও প্রতিষ্ঠান সরকারী সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে, বিশেষ করে সাংস্কৃতিক ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান থেকে এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায়ও এই বৈষম্য চলমান, এবিষয়টি আপনার অবস্থান অনুযায়ী সুনজরে দেখার অনুরোধ রইলো।