প্রকাশের সময় 17/01/2025
করেন নজরুল ইসলাম সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর রায়পুরা পৌরসভা ০৯নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকাল ৩টায় পৌরসভা এলাকায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।রায়পুরা উপজেলা জামায়াতে নায়েবে আমীর নজরুল ইসলামের এর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম।“তিনি বলেন‚‘এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসসের কোনো বিকল্প নেই।বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে,যা সৎ দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে।পাশাপাশি তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শীতার্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে আইন বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম মাহমুদ,শামীম মোল্লা, মারুফ মোল্লা, তৌহিদ মোল্লা, আসিফ মোল্লা প্রমুখ।