প্রকাশের সময় 27/09/2024
রফিকুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চীফ প্রসিকিউটর এড. তাজুল ইসলামকে তার নিজ এলাকা দেওয়ানগঞ্জে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার বিভিন্ন সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কয়েক দফায় এ সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ব্যাংক পিএলসি সানন্দবাড়ি বাজার আউটলেট শাখায় আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ও এসএসসি ব্যাচ ‘৮৮ এর উদ্যোগে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা ১১টায় এড. তাজুল ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উক্ত কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১২টায় সানন্দবাড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সানন্দবাড়ি কলেজ হলরুমে সংবর্ধনা দেয়া হয় নবনিযুক্ত চীফ প্রসিকিউটরকে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানন্দবাড়ী কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম , শিক্ষার্থী কানিজ ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে মাহমুদুল হাসান, হাসান আরেফিন দিপু , শান্ত মাহমুদ, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সুজন মাহমুদ প্রমুখ। এড. তাজুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ছাত্র জনতার আগস্ট অভ্যুত্থানে দেশ তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নইলে আবারো স্বৈরাচারের উদ্ভব হতে পারে। স্বাধীনতা কেউ বিকিয়ে দেয় না অর্জন করে নিতে হয়। এইযে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই অর্জন। সেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজে আমাকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবুও দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমার সাথে থাকলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার উপর অর্পিত চ্যালেঞ্জিং এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’ সবশেষে এড. তাজুল ইসলাম তার নিজ গ্রাম মৌলভীরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গণ সংবর্ধনা গ্রহণ করেন। উক্ত মাঠে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশাজীবির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন চীফ প্রসিকিউটর এড. তাজুল ইসলাম।