প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:০৯ পি.এম
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে তানভীর হুদা

ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ অসুস্থ হয়ে ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে হাসপাতালে তাকে দেখতে যান সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
পরে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির মজুমদারের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যান তানভীর হুদা।
এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তানভীর হুদা। চিকিৎসকের কাছে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, যুবদল নেতা বদিউজ্জামান সজিব প্রমুখ।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।