প্রকাশের সময় 29/10/2024
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী এর পালিত ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন দিন দুপুরে চাঁদ উঠাতে গিয়ে জনগণের হাতে ঘন পেটানি সরজমিনে গিয়ে জানা যায় যে বেল্লাল হোসেন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী এর লাইসেন্স কূত নামে অবৈধ অস্ত্র নিয়ে দিন দুপুরে কৈখালী বাজার এর পশ্চিম পাড়ে চাদা উঠাতে গিয়ে জনগণের হাতে ধরা খায় সেই সময়ে বেল্লাল হোসেন এর পিতা গ্রাম পুলিশ এর দফাদার শাহ আলম ও তার ভাই গ্রাম পুলিশ ও নিজেকে আনসার সদস্য এবং সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী এর ক্ষমতা দেখায় এবং আরো জানা যায় যে জাকির হোসেন ফরাজীর লাইসেন্স কৃত অস্ত্র নামে অবৈধ অস্ত্র সহ তাকে পাওয়া যায় এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে গনপিটানি দেন এ সময় বাজারের ব্যবসায়ীরা বলেন যে বিগত ১০ বছর এই বিল্লাল হোসেন তার বাপ ভাই এবং জাকির হোসেন ফরাজী ক্ষমতা দেখিয়ে আমাদের কাছ থেকে অনেক টাকা-পয়সা নিছে সেই সময় আমাদের ছেলেপেলেরা কিছু বললে তাদেরকে রাস্তাঘাটে মারধর করত তখন আমরা কোন উপায় না পেয়ে কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাকির হোসেন এর কাছে আমরা বিচার দিয়ে আমরা দিন দিন ঘোরাঘুরি করে কোন বিচার পাইনি আমরা বিগত ১০ বছর অনেক সয্য করেছি এখন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমাদের দোকানের সামনে এসে যখন বলে আগে যেইভাবে টাকা দিছো এখনো সেই ভাবে টাকা দিবা যদি না দেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যাও না হয় তোমাদের সমস্যা হবে তখন আমরা কিছু দোকানদার একত্রিত হয়ে থাকি যখন আমাদের দোকানে সামনে এসে আবার টাকা দাবি করে তখন আমরা সবাই তাকে আটক করি এবং সে তখন আমাদের সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান জাকির হোসেন ফরাজি এর লাইসেন্স কূত অস্ত্র নামে অবৈধ অস্ত্র দিয়ে আমাদের গুলি করার ভয় দেখায় এ সময় আমরা দোকান দাররা কোন উপায় না পেয়ে তাকে ঘন পিটানিধি আমরা বিগত ১৫ বছরের জাকির হোসেন ফরাজী ও এই বেল্লাল হোসেনের অনেক টর্চার সহ্য করেছি এখন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই