। স্টাফ রিপোর্টার:মোঃইমরান। বরিশাল জেলার সকালে কোথাও কোন সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অন্যদিকে চরম ভোগান্তি পোহাচ্ছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারি জেলেরা। খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। কুয়াশায় লোকসানের মুখে পড়বেন তারা। এদিকে জেলার ৮ উপজেলা হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। বরিশাল শহরের অটোচালকরা বলছে “গেল ২ দি ধরে প্রচণ্ড কুয়াশায় শীত অনুভূত হচ্ছে। তবে আজ শীতের মাত্রা একটু বেশিই লাগছে। সকাল থেকে শহরে মানুষের আনাগোনা খুব কম। এছাড়া গতকাল সন্ধ্যা পর পরই বাজার থেকে মানুষের আনাগোনা কমে গেছে। তাই আমাদের ইনকাম একটু কমেছে। দক্ষিণ অঞ্চল ঢেকে গিয়েছে। তবে কয়েকদিনের ভিতরে ঘন কুয়াশা কমে যাবে, তারপর আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাব রয়েছে
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।