নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—১১ এর সদস্যরা। শনিবার ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাটের টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে র্যাব —১১ সিদ্ধিরগঞ্জ এর ডিএডি আরিফুল হক বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো খুলনা জেলার তেরখাদা উপজেলার মোল্লাবাড়ী এলাকার গোলাম রসুলের ছেলে তুষার মোল্লা (৩০) এবং বাগেরহাট জেলার মোল্লাহাট থানার পশ্চিম চর খাকড়া এলাকার সহিদ মিয়ার ছেলে শেখ কামরুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বিশনন্দী ফেরিঘাট দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়—বিক্রয় ও সরবরাহ করছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।