প্রকাশের সময় 11/02/2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় প্রতিপক্ষের বাড়ীতে প্রবেশ করে হামলায় ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর আড়াইটায়। এ ব্যাপারে আহত হারুণ অর রশিদ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, বাদী হারুণ অর রশিদের সহিত একই এলাকার রেজাউল ও লতিফ গংদের সামাজিক টুকিটাকি বিষয় নিয়া পূর্ব বিরোধ চলছিল। ঘটনার সময় রেজাউল ও লতিফ গং ৩০/৩৫ জন লোক নিয়ে ধারালো ও ভোতা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হারুণ অর রশিদের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় হারুণ অর রশিদ (৬৭), তার ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস (৪০), ছেলে আল আমিন (২৪) ও শামীম (২২) ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হন এবং হামলাকারীরা হারুণের বাড়ী থেকে নগদ ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হেচ্ছ।