প্রকাশের সময় 08/10/2024
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরক ও চুরির মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার মাসকুর রহমানের ছেলে কাসেম (৪৭) ও সোনারগাঁও উপজেলার মহজুমপুর এলাকার জালালের ছেলে আব্দুল্লাহ (২১)।এদের মধ্যে কাসেম কে পাঁচরুখি এলাকার একটি বিস্ফোরক, লুটপাট ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আব্দুল্লাহকে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদের দুজনকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।