প্রকাশের সময় 07/10/2024
আড়াইহাজার প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, এদেশের মানুষ স্বৈরাচারকে সহ্য করেনি। ওদের উৎখাত করে ছেড়েছে। রোববার (৬ অক্টোবর) আড়াইহাজারে বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে একথা বলেন তিনি। তিনি বলেন, ওরা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাতকে ধ্বংস করে গেছে। একটি জাতিকে ওরা ব্যর্থ জাতি বানিয়ে ছেড়েছে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার, যুবদল নেতা শব্দর আলী, জহিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আজিজ ভাষানী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ রোহেল সিকদার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিকু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনসহ হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।