প্রকাশের সময় 28/09/2024
আড়াইহাজারে আজ শনিবার বিকালে উপজেলা সদরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান আংগুরের নির্দেশে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরের নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্যের ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, ব্রাক্ষন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক ভুইয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক রুপচান মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলআমিন , বিএনপি নেতা মঞ্জুর হোসেন, আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর কালু মিয়া, সাবেক ইউপি সদস্য সেলিম ভুইয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও মাসুম প্রমুখ। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।