আড়াইহাজার থানা হতে লুন্ঠিত ১ টি শটগান ও ১৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব । মঙ্গলবার রাতে উপজেলার থানা এলাকা থেকে এই গুলো উদ্ধার করা হয়। র্যাব ১১ এর এ এসপি সনদ বড়ূয়া জানান, বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকারের পতন হয়। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র—জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কিৃতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। একই তারিখ সন্ধ্যায় আড়াইহাজার থানায় দুর্বৃত্তরা আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। র্যাব—১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া অস্ত্র—গোলাবারুদ উদ্ধারের জন্য আড়াইহাজার থানা এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব—১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ কর্তৃক নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১৭ সেপ্টেম্বর আড়াইহাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানার বিল্ডিংয়ের পূর্ব দিকে সীমানা প্রাচীর সংলগ্ন বাহিরে ঝোপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি শটগান ও ১৯ রাউন্ড শটগানের গুলি (লেডবল কাতুর্জ) এবং ১ টি হ্যান্ডকাফ উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।