প্রকাশের সময় 27/03/2025
মো. জিয়াউর রহমান:
আড়াইহাজারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি শুরু হয়েছে । দিবসের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আ. জাব্বারসহ বিভিন্ন দফতরের প্রধানগণ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নয়টায় কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।