স্টাফ রিপোর্টার :মোঃইমরান। বরগুনার আমতলীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন বাজার ও কাঁচাবাজার মনিটরিং করেন। এসময় কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় মূল্য তালিকা না থাকা,নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় করা,বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে ছয়টি মামলায় ৪৮০০০/- অর্থদণ্ড দেয়া হয় ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় আমতলী থানার একটি টিম এবং যুব উন্নয়ন কর্মকর্তা অভিযানে সহায়তা করেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।