মোঃ আবু হাসান, নিজস্ব প্রতিবেদক ঢাকা আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় এক গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মাহবুর রহমান (২৯)কে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ বিবিসির মোড় বাজার থেকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) র্যাব ১৩ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানাধীন কাইয়ুম চরিতাবাড়ী বিবিসির মোড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মাহবুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার কাইয়ুম চরিতাবাড়ী এলাকার মোঃ মনসুর আলীর ছেলে। র্যাব ১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম (৩৪) পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং ঢাকা আশুলিয়া থানাধীন জিরাবো দুর্গাপুর চালাবাজার এলাকায় বসবাস করে আসছেন। জিরাবো এলাকায় একটি গার্মেন্টসে চাকরির সুবাদে মোঃ মাহবুর রহমানের সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাহবুর রহমান ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের বাসস্থানে এসে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে ভিকটিম মোঃ মাহবুর রহমানকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর মোঃ মাহবুর রহমান ভিকটিমের বাসায় গিয়ে জোরপূর্বক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং উক্ত ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিকটিম এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে তাকে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় এরপর উক্ত ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ধর্ষক মাহবুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন বিবিসির মোড় বাজারে একটি ডেকোরেটরের দোকান থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।