প্রকাশের সময় 30/08/2024
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ৩০ আগষ্ট শুক্রবার চাষাঢ়া এক হলরুমে এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অগ্রসর কর্মীদের শিক্ষা বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ,তিনি আরো বলেন বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসাইন, দারসুল কোরআন পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূর্ব থানা সম্মানিত আমীরসহ মহানগরী ও থানা নেতৃবৃন্দ।