প্রকাশের সময় 26/08/2024
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাংচুরের প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের শাস্তিরর দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল, জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি শামীমা খান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল (সুইট) এর সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, নিউ নেশন ও ইত্তেফাকের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, নিউজ২৪ টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশরূপান্তরের তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, এখন টিভির জামালপুর প্রতিনিধি জুয়েল রানা, কালেরকন্ঠের জামালপুর সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমত, বাংলানিউজ২৪ ডটকম ও যমুনা টিভির সাগর ফরাজী, বাংলাদেশ প্রতিদিনের মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার বাবুল, কালেরকন্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আব্দুল লতিফ লায়ন, কালেরকন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম, ঢাকা পোস্টের জামালপুর প্রতিনিধি মোত্তাছিম বিল্লাহ, দৈনিক জনবাণীর জামালপুর প্রতিনিধি এম কাওছার সৌরভ, বাংলা টিভির জামালপুর প্রতিনিধি নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, আনন্দ টিভির জামালপুর প্রতিনিধি বাহা উদ্দিন খান, মানবকন্ঠের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ প্রমুখ।
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, হামলাকারীদের কোনো দল নেই। একটি সংঘবদ্ধ চক্র গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাংচুর চালাচ্ছে। হামলাকারীরা সাধারণ ছাত্র ও জনতার উপর দোষ চাপিয়ে দিতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। গণমাধ্যমের উপর এসব হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেন বক্তারা। এছাড়াও সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান সাংবাদিক নেতারা।