প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ১১:৪৪ এ.এম
ঈদ যাত্রার ভিড়, মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে মানুষ
পবিত্র ঈদ-উল-আজহা উদযাপনের জন্য রাজধানী ঢাকা এবং অন্যান্য প্রধান শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ রওনা দিয়েছেন। ফলে দেশের প্রধান মহাসড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। যাত্রার প্রথম দিন থেকেই এ ভোগান্তি শুরু হয়েছে এবং তা ক্রমশ বাড়ছে।ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। অধিকাংশ স্থানে গাড়ি ধীরগতিতে চলার কারণে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।যানজটের প্রধান কারণ হিসেবে সড়কের সংস্কার কাজ, অতিরিক্ত যানবাহনের চাপ, এবং বিভিন্ন স্থানে টোল প্লাজার ধীরগতি উল্লেখ করা হচ্ছে। এছাড়াও, বৃষ্টি এবং দুর্ঘটনার কারণে কিছু স্থানে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।গাড়ির চালক এবং যাত্রীদের অভিযোগ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কার্যকর ব্যবস্থা নেই। অনেক স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও তারা যানজট নিরসনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না। ফলে যাত্রীরা দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।যাত্রীদের এই দুর্ভোগ লাঘবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ঈদের এই আনন্দময় সময়ে যাত্রাপথের এই দুর্ভোগ কাটিয়ে সবাই যেন নিরাপদে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই আশাই করছেন সবাই।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।