মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান: উত্তর জনপদে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা।সকালের রোদে মিষ্টি ভাব, এ যেন বার্তা শীতের বার্তা। প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। তবে গ্রামাঞ্চলেও দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা।শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। উত্তরের জনপদের প্রান্তিক জেলা কুড়িগ্রাম, লালমনিরহাটে সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা বাড়তে শুরু করছে। এসব জেলার বিভিন্ন উপজেলা দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। প্রকৃতিতে হঠাৎ করে কুয়াশা দেখে ভালোই লাগছে। এই কুয়াশায় জানান দিচ্ছে
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।