ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ (মাহাবুব লিটু) কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এরশাদুল হক প্রামানিক অভিযোগটি তুলেছেন। বিদ্যালয়ের অনুকূলে স্লিপ বরাদ্দের টাকা পেতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলীর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ তার। তবে অভিযোগ অস্বীকার করেছেন মহসিন আলী। আর উপজেলা শিক্ষা কর্মকর্তা দিয়েছেন ব্যবস্থা গ্রহণের আশ্বাস। উৎকোচের প্রদানের ব্যাপারে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপের টাকার হিসেবের জন্য মিটিংয়ে বসা হয় । মিটিংয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা খাতুন গোজামিল দিয়ে বরাদ্দকৃত অর্থের খরচের হিসাব দিতে থাকেন। একপর্যায়ে মোর্শদা খাতুন জানান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলীকে উৎকোচের টাকা দিতে হয়েছে। বরাদ্দের টাকা থেকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে উৎকোচ প্রদানের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা খাতুন বলেন, আমার ব্যক্তিগত টাকা থেকে সহকারী শিক্ষা কর্মকর্তাকে ২ হাজার টাকা দিয়েছি। তাকে কোন উৎকোচ দেইনি। কিসের জন্য ব্যক্তিগত টাকা দিয়েছেন তা জানতে চাইলে ঐ শিক্ষক আর কথা বলতে রাজি হননি। বিদ্যালয়টির সাবেক সভাপতি এরশাদুল হক প্রামানিক বলেন, বিদ্যালয়ের অনুকুলের ২০২৩ -২৪ অর্থবছরে স্লিপ বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দকৃত অর্থের হিসাব পর্যালোচনা করতে প্রধান শিক্ষক সহ অভিভাবক সদস্যদের নিয়ে আলোচনায় বসি। আলোচনায় প্রধান শিক্ষক মোর্শেদা খাতুন জানান বরাদ্দকৃত টাকা থেকে শিক্ষা কর্মকর্তা মহসিন আলী কে ২ হাজার টাকা উৎকোচ প্রদান করতে হয়েছে। পরে অভিভাবক সদস্যদের সাথে পরামর্শ করে মহসিন আলীর উৎকোচ গ্রহণের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী জানান, আমার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির জানান, ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহসিন আলীর উৎকোচ গ্রহণের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। ওনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।