স্টাফ রিপোর্টার মোঃ ইমরান। এলজিইডির কর্মকর্তা/কর্মচারীরা ১৪ বছর ধরে সর্বোচ্চ আদালতের রায় পেয়েও আজ অসহায়ের মতো ১৬ দিন আন্দোলন করছে। বিভিন্ন টিভিতে এই আন্দোলনের খবর প্রচার হয়েছে। আন্দোলন কারীরা জানান তাদের এই মামলায় ৭ হাজার লোকের, তার থেকে সাবেক চীপ ইন্জিনিয়ার ওয়াহিদুর রহমান অর্ধেক বাস্তবায়ন করেন, বাকি অর্ধেক শূন্য পদ খালি হলে দিবে বলেছেন, কিন্তু সাবেক চীপ মহসিন বাকী কর্মকর্তা কর্মচারীদে কে না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লোকবল নিয়োগ করেন।ঐ নিয়োগ সম্পূর্ণ বেআইনি অবৈধ। এর বিচার রাষ্ট্রের উপর। এখন কর্মচারীরা দীর্ঘদিন থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছেন এই কর্মচারীদের একটাই দাবি তাদের চাকরি আত্নীকরণ সরকারি করন করতে হবে। আন্দোলন কারীরা জানান এই দাবি না মানলে তারা এই আন্দোলন বহাল রাখবে, এবং আরো কঠিন করবে। আন্দোলন কারীরা জাবান যে দাবি আদায় না হলে অফিসের কারেন্ট, জেনারেটর এবং গেইট বন্ধ করে দিবে। এই এলজিইডির পত্র পত্রিকার কিছু নিউজ নিয়ে আন্দোলন কারীরা বলেন এই চীপ ইন্জিনিয়ার চাকরি না দিলে ও কিছু সত্যি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করেন। প্রত্রিকায় উঠেছে কর্মকর্তা কর্মচারী থেকে চীপ টাকা খেয়ে চাকরি দিচ্ছে। ওদের মুখ দিয়ে বলেছে চীপ বলেছে। এখানে যদি কোনো দালাল টাকা খায় আমি তার চাকরি খেয়ে ফেলবো। আন্দলন কারীরা জানান চীপ তাদের চাকরি দিবার জন্য কিছু করলে তখনেই অফিসে আনুষাঙ্গিক মালামাল বিক্রি করে চীপকে বিপদে পেলে। এতে করে চীপ কি আন্দোলন কারীদের চাকরির চিন্তা করবে না মিথ্যা চুরির দায় মুক্তির চিন্তা করবে?
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।