প্রকাশের সময় 08/11/2024
স্টাফ রিপোর্টার জামাল হাওলাদার কাঠালিয়ায় পলাশ খান নামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার ভাই রিয়াজ খান। পলাশ উপজেলার মহিষকান্দি গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ খান অভিযোগ করে বলেন, ২৩নং জোরখালী সরকারী প্রথমিক বিদ্যালয়ের সামনে গত ২ নভেম্বর রাত নয়টার দিকে একটি মারামারির ঘটনা ঘটে। যেটা আমি বিভিন্ন সংবাদপত্র ও সোশাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। একটি কুচক্রি মহল এই ঘটনায় আমার ছোট ভাই মোঃ পলাশ খানকে ৪ নং আসামি করে মামলা করেছেন। পরবর্তীতে আবার, সংবাদপত্র এবং সোশাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি উল্লেখিত ০২ নভেম্বর ২০২৪ রাত নয়টার ঘটনাটি মারামারি ছিল না। একটি ছিল একটি সড়ক দুর্ঘটনা জানিয়েছে স্থানীয়রা। কুচক্রি মহলটি ষড়যন্ত্র করে আমার ছোট ভাই মোঃ পলাশ খানকে ৪নং আসামি করেছেন। এর আগে কুচক্রি মহলের ষড়যন্ত্রে গত ৩ অক্টোবর রাত ২টার দিকে আমার ছোট ভাই মোঃ পলাশ খানকে নিজ বাড়ি থেকে কাঁঠালিয়া থানার পুলিশ ধরে নিয়ে কাঁঠালিয়া থেকে ৪৫ কিলোমিটার দূরের ঝালকাঠি সদর থানার একটি মামলা দিয়ে আদালতে চালান দেয়। স্থানীয় জাকির হোসেন ফরাজি ও জাহাঙ্গীর ফরাজির সাথে জমি ও দোকান নিয়ে বিরোধী থাকায় ষড়যন্ত্রে করে বিভিন্ন মামলায় আসামী করে নানা ভাবে হয়রানির স্বীকার করছে। বর্তমানে ষড়যন্ত্র কারীদের ভয়ে আমরা আতংকিত। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে এ বিষয় আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে জাকির হোসেন ফরাজির নম্বরে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।