প্রকাশের সময় 15/02/2025
মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব পশ্চিম পাড়ায় গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে মোঃ আল আমিনের পরিবার ৫ বছরের আইরিন কে ঘুমন্ত অবস্থায় ঘরে তালাবদ্ধ করে রেখে ওয়াজ মাহফিলে যান। এদিকে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় পাঁচ বছরের শিশুকন্যা পুড়ে ছাই হয়ে যায় সেই সঙ্গে রান্না ঘরসহ ৪টি ঘর ভস্মীভূত হয়। এরই প্রেক্ষিতে রাজারহাট উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয় কে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান সরেজমিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি কে নগদ ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২.৫ লিটার তেল ও নগদ ২০০০০/- ( বিশ হাজার) টাকা প্রদান করেছেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঘড় নির্মানসহ অন্যান্য সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।