প্রকাশের সময় 09/11/2024
কুড়িগ্রামে জমি জমা দখল সংক্রান্ত জেরে দূর্বৃত্তের হামলা ৩ জনের আহতের ঘটনা ঘটেছে। আহতরা হলেন লাইলি বেগম (৩৭) স্বামী মোঃ নওশের আলী, মোছাঃ বুলবুলি বেগম (৩৫) স্বামী মোঃ আশরাফুল ইসলাম গ্রাম গোড়াই রঘুরায়,দূর্গাপুর উলিপুর ও মোঃ নুর আলম ( ৪২) মৃত বজলার রহমান, গ্রাম বালাকান্দি,উমর মজিদ রাজারহাট।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্বজনরা। এ ঘটনায় উলিপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, সাদ্দাম হোসেনের সাথে আলতাফ হোসেন ড্রাইভারের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।বিরোধের জেরে আজ সকালে আলতাফ হোসেন ও রকেটের ভাড়াটে লোকজন লাঠি, রাম দা দিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায়।এতে বাঁধা দিলে দূর্বৃত্তরা সাদ্দামের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাদ্দাম হোসেনের পরিবারের তিনজন আহত হয়।বর্তমানে আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাদ্দাম হোসেন বলেন, ওই জমির বাটোয়ারা মামলা আমরা রায় পেয়েছি। এ ঘটনা স্থানীয়ভাবে বসে সমাধান করার কথা থাকলেও ওরা ঠালবাহানা করে আসছে। বিভিন্ন সময় গুন্ডা সন্ত্রাসী দিয়ে আমার ও আমার পরিবারের লোকজনকে ভয় ভীতি দেখিয়ে আসছে।আজ আমাদের উপর হামলা চালিয়েছে।
আহত লাইলী বেগম বলেন, জমি দখলকে কেন্দ্র করে মোঃ আলতাফ হোসেন ড্রাইভারের ভাড়াটে লোকজন হঠাৎ আমার উপর হামলা করে। রাম দা দিয়ে আমাকে আর নুর ইসলামকে কুপিয়েছে।আমি এর বিচার চাই।
অভিযুক্ত আলতাফ হোসেন বলেন, আমার কেনা সম্পত্তি কাগজ পত্র ঠিক থাকা সত্বেও সাদ্দাম হোসেন আমাকে জমিতে নামতে দিচ্ছে না।আমি আইনগতভাবে ওই জমির মালিক।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষকে মৌখিকভাবে বলা হয়েছে সুস্থ হয়ে আসুক।পরে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।