নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোঃ মিনারুল ইসলাম ওরফে শামীম(৩৩)‘কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি দল।
এলাকাবাসী ও র্যাব সূত্রে জানা যায় যে, গত ২৫ মে বিকেলে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে আঃ কাইয়ুম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার বিবরনে জানা যায় আঃ কাইয়ুমের ছেলেসহ অনেক বাচ্চারা মিলে ফুটবল খেলছিলো পতিত জমিতে, প্রধান আসামী শামীম সহ ৬ থেকে ৭ জন এসে খেলতে নিষেধ করে। এতে আঃ কাইয়ুম প্রতিবাদ করলে প্রধান আসামি শামীম ও কাইয়ুমের বাক-বিতণ্ডের এক পর্যায়ে প্রধান আসামি শামিম কাইয়ুমকে খুন করার হুমকি দেয়।
একই দিন সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে আঃ কাইয়ুম বাড়ি থেকে বের হলে রাস্তায় পেয়ে প্রধান আসামিসহ ১০ থেকে ১২ জন মিলে কুপিয়ে ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আঃ কাইয়ুম মারা যান।
নিহত আঃ কাইয়ুমের বড় ভাই মোঃ আব্দুল হাই (৬৭) বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।