আইরিন আলিফ,
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী শনিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুলের মালা পড়িয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। আ’লীগ থেকে বিএনপিতে যোগদানকৃত নেতারা হলেন, বলাইশিমুল ইউনিয়ন আ’লীগ নেতা মো. আনিসুল হক, মো. আজিজুল, আবু শাহেদ, মাইনূল ইসলাম, আব্দুস সালাম, এনামুল হক, মো. বাদল মিয়া, বেলায়েত হোসেন, আয়াতুল ইসলাম, সাব্বির আহমেদ, জিহাদ মিয়া, রতন মিয়া, হারুন মিয়া, ফুল মিয়া, হেলাল মিয়া, জামাল মিয়া, মানিক মিয়া, বাবুল মিয়া, রাসেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, রব মিয়া, তারা মিয়া, কবীর মিয়া, সান্দিকোনা ইউনিয়ন শ্রমিকলীগের প্রচার সম্পাদক শাকিল মিয়া ও মো. রতন মিয়া।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।