কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জনিয়ে নেত্রকোনায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেত্রকোনা জেলা, পৌর ও সদর থানা ছাত্রদলের শুভেচ্ছে মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্দ্যোগে কুরপাড় পুলিশ লাইন মোড় থেকে শুরু করে আবু আব্বাস কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ সভাপতি শামসুল হুদা শামীম, থানা ছাত্রদলের আহ্বায়ক মুখসেদুল আলম রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহ, সহ সভাপতি (স্থগিতকৃত কমিটির) জাভেদ ওমর ফারাস রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক (স্থগিতকৃত কমিটির) মোঃ শাকিল আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক (স্থগিতকৃত কমিটির) রুহুল আমিন খান পাঠান অন্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কমিটিকে অভিনন্দন জানান। সেই সাথে ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
উল্লেখ্য, ১ মার্চ শুক্রবার বিএনপি'র মহাসচিব রুহুল কবি রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।