বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল বন্দীদের মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় আজ বিকাল ৪টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পুলিশ লাইন মোড় হতে মিছিলটি শুরু হয়ে কুরপাড় পাম্প এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল, সাবেক সহ -ক্রিয়া বিষয়ক সম্পাদক আলতাব হোসেন আকন্দ, সদর থানা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ রনি, থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কাঞ্চন মিয়াসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এই অবৈধ হাসিনা সরকার তপ্তপ্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন-নির্যাতন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সভাপতি টুকু ভাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতাদের বিরত রাখা যাবে না; বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে।’
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক ও দুর্নীতি মামলায় বন্দী। গত ২৯ এপ্রিল আইনের প্রতি শ্রদ্ধা রেখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।