বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে সোনারগাঁ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতোই ২২-২৩ নভেম্বর ( শুক্রবার - শনিবার) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে।
উপজেলার ৪৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮৩ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অভিভাবক ও বিভিন্ন ধরণের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক - অভিভাবক মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে উপজেলার শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবীদের খুঁজে বের করতে আয়োজিত প্রতিযোগিতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এর আগে বিগত বছরের ন্যায় চলতি মাসের ১৫-১৬ নভেম্বর উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৭৩ জন শিক্ষার্থীর মধ্যে জুনিয়র স্কলারশিপ এ্যাগজামিনেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ ফাউন্ডেশন ও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমাদের একটাই লক্ষ্য সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে নিয়ে আসা। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে তাদেরকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দেওয়াই আমাদের প্রধান কাজ। প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা মেধাবীদের দেশের স্বনামধন্য ব্যাক্তিগণের উপস্থিতিতে তাঁদের নিকট থেকে পুরস্কার গ্রহণ করে ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের এই আয়োজনে উপজেলার সকল শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।