প্রকাশের সময় 28/08/2024
বন্যা দুর্গত মানুষের এক ফুটুক হাসি ফুটাতেই ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ফ্রান্স প্রবাসীদের অর্থায়নে ও ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে বুধবার সকালে সিঙ্গিনালা সাসনা রাক্ষিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে খাগড়াছড়ি সদরে এ বন্যা দুর্গত এলাকায় স্টেডিয়াম পাশের সিঙ্গিনালা, গঞ্জপাড়া, গোলাবাড়ী এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় তিনশত ২০ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের মহাসচিব পানখাইয়া পাড়া ধর্মরাজি বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথেরো অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
মহাসচিব প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন- বন্যায় বসত ঘর -বাড়ি, ফসলি জমিসহ ব্যাপক ক্ষতিগ্রস্থ খাগড়াছড়িবাসী। মানুষের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য ফ্রান্স প্রবাসীরা কষ্টার্জিত টাকা আমাদের মাধ্যমে দিয়ে এখানকার মানুষের পাঁশে দাঁড়িয়েছে।
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, তৈল, আলু, লবণ, পেঁয়াজ।
ত্রাণ বিতরণে ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ অন্যান্য মধ্যে মাটিরাঙা বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ইন্দাচারিয়া মহাথের, মংহ্লা পাড়া বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ আগাসারা মহাথেরো, সাসনা রাক্ষিতা বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ পঞ্ঞাসারা থেরো, কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ সুনাইন্দা থেরো, পুঞ্ঞা মহাথের, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে দ্বিতীয় ধাপে সামগ্রী গুলো বিতরণ করা হয়।
এর আগে প্রথম ধাপে ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ নিজস্ব অর্থায়নে দক্ষিণ গোলাবাড়ী, গোলাবাড়ী রাজপাড়া, গুগড়াছড়ি ঘাটপাড়া, গুগড়াছড়ি আক্য ডাক্তার পাড়া, বিজিতলা বেতছড়ি মারমা পাড়া, মাইসছড়ি পচাই কার্বারী পাড়া,মাইসছড়ি বুলি পাড়াতে অসহায় ৩শত ২০ পরিবারে বিতরণ করা হয়েছে।