গাজীপুর থেকে পরিবারের সঙ্গে পর্যটন এরিয়া নেত্রকোণার দুর্গাপুরে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরল মাদ্রাসার ছাত্র সুমন মিয়া (২১)।
সুমন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পরিবারের সঙ্গে সুমন মিয়া পর্যটন এলাকা নেত্রকোণার দুর্গাপুরের সাদা মাটির পাহাড় ঘুরতে এসেছিল। তাদের এই পর্যটন ট্যুরে প্রায় ২৫ জনের মতো লোকজন ছিল। রবিবার দুপুরের দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নেমেছিল সুমনসহ আরও কয়েকজন। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে লেকের পানিতে তলিয়ে যায় সুমন। এ দৃশ্য দেখে তার সঙ্গে পানিতে নামা অন্যরা চিৎকার শুরু করে। পরে তার সঙ্গে আসা লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘন্টা পর সুমনকে পানির নীচ থেকে উদ্ধার করে। পরে সুমনকে দ্রুত দূর্গাপুর উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সুমনের কাকা শহিদুল ইসলাম বলেন, 'সবার সঙ্গেই সুমন লেকের পানিতে গোসল করতে নেমেছিল। গোসলের এক পর্যায়ে শুধু দুইটা হাত আঙ্গিয়ে ডুবে যায় আমার ভাতিজা।'
দুর্গাপুর উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম জানান, পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার এস আই মোঃ আতিকুজ্জামান জানান, হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।