প্রকাশের সময় 09/09/2024
গত ৪ আগষ্ট নারায়ণগঞ্জ বি বি রোডের গলাচিপা মোড়ে সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে ছাত্র-জনতার বিরুদ্ধে গ্যাস চোর সুমনের অবস্থান ছিল সক্রিয়।
বন্দর থানার সালেহ নগরের সৈয়ব হত্যা মামলায় শিরিনা বেগম বাদী হয়ে গতকাল ৭ সেপ্টেম্বর সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
এজাহার ভুক্ত আসামী ফতুল্লা কায়েমপুর বটতলার আবদুল মান্নানের ছেলে সুমন একজন গার্মেন্টস হেলপার থেকে রাতারাতি কোটিপতি বনে যান। তথ্য সূত্রে জানা যায় ফতুল্লা থানায় সস্তাপুর অবস্থিত তিতাস গ্যাস জোনাল অফিসের সহ কর্মীদের ও স্থানীয় আওয়ামীলীগের নেতাদের সাথে সক্ষতা তৈরি করে গড়ে তোলেন এক বিশাল চোরাই গ্যাসের বাণিজ্য । এছাড়াও গ্যাস চোর সুমন কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা কাজিম উদ্দিনের পালিত ছেলে পরিচয় দিয়ে হয়ে যায় বেপরোয়া। পরিচালক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী কাউকেই তোয়াক্কা না করে সর্বত্র প্রকাশ্যে গ্যাস বাণিজ্য চালিয়েছে এই গ্যাস চোর সুমন।
সূত্রে আরো জানা যায় সুমন ফতুল্লা, কায়েমপুর, সস্তাপুর,শিবু মার্কেট, লামাপাড়া ইসদাইর,মাসদাইর, পঞ্চবটী, বিসিক সহ শহরের আবাসিক ও বাণিজ্য এরিয়া গুলোতে ছিল তার রমরমা চোরাই গ্যাসের ব্যবসা। সুমন এক সময় গার্মেন্টস হেলপার থাকলেও বর্তমানে তার ফতুল্লা চারতলা বিশিষ্ট দুইটি বাড়ী, কাশিপুর ইউনিয়নে কয়েক শতাংশ জমি, ও রাজশাহীতে আছে কয়েকটি আমের বাগান। এছাড়া বিদেশি গাড়ী দিয়ে আওয়ামীলীগ নেতাদের নিয়ে চষে বেড়াতো সারাক্ষণ।