প্রকাশের সময় 09/03/2025
। কুড়িগ্রামের চিলমারীতে “ভালো কাজের হোটেল ” এর কুড়িগ্রাম জেলা শাখায় প্রতিদিন ৪০০ জন অসহায় মানুষদেরকে ইফতার করানো হচ্ছে। কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ও চিলমারীতে গত ফেব্রুয়ারি মাস জুড়ে একটি ভালো কাজ করলে মিলছে এক বেলার খাবার। রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের, হতদরিদ্র মানুষ এবং পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের সুযোগ দিচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। টাকা না থাকলেও ভালো কাজ করলেই সেখানে মিলবে ইফতার। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন চিলমারীর বিভিন্ন স্থানে চলছে এমন ব্যতিক্রমী কার্যক্রম। আপাতত রমজান মাস উপলক্ষে কার্যক্রম চলছে রমনা রেলওয়ে স্টেশনে। মানুষকে ভালো কাজে উৎসাহ জোগাতে রাজধানীর একদল তরুণের এ স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু ২০১৯ সালে। এতে ভালো কাজের কথা জানিয়ে ইফতারের সুযোগ পাচ্ছে অসহায় মানুষ। প্রতিদিন ইফতারের মেনুতে থাকছে খিছুরী, মুরগীর গোস্তের রোস্ট এবং শরবত। এছাড়াও থাকে গরুর গোস্তের তেহেরী। ইফতার নিতে আসা একজন বলেন, ‘আমরা সব সময় এখানে এসে বসি। এখন ইফতারি দিচ্ছে। রমজানের আগে ভাতও দেয়। প্রত্যেকদিন ভালো কাজ করার চেষ্টা করি। এখানে ফ্রি ইফতার দেওয়া হয়। কোনো টাকা পয়সা নেওয়া হয়না।’ প্রতিদিন মানুষের জন্য থাকছে ইফতার আয়োজন। একটি ভালো কাজের অভ্যাস বদলে দেবে সমাজ, এমন প্রত্যাশা তাদের। ভালো কাজের হোটেলের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মোঃ রাঙ্গা ইসলাম ও লিমন ইসলাম বলেন, ‘কে কি ভালো কাজ করে এসেছে, এটা আমরা শুনি। রমজানের আগে এক বেলা খাবার দিতাম এখন ইফতারে নিয়মিত কার্যক্রমে ৪০০ জন মানুষের জন্য প্রতিদিনই আমাদের এই আয়োজন চলমান।’ ইফতার দরিদ্রদের মাঝে বিতরণ করছে সংগঠনটি। রাঙ্গা ইসলাম এবং লিমন ইসলাম ছাড়াও আরো সেচ্ছাসেবক হিসাবে কাজ করে মেহেদী, সায়েম,বুলবুল, লিমন,কামরুল, জামিদুল,ফাহিম,চাঁদ মিয়া প্রমুখ।