প্রকাশের সময় 01/10/2024
রফিকুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি। জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার কর্তৃক মেলান্দহের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মেলান্দহ থানায় থানায় আগমন উপলক্ষে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। পুলিশ সুপার মহোদয় বলেন আমি জামালপুর জেলায় যোগদান করে জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে। তিনি বলেন পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন। এসময় জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।