প্রকাশের সময় 30/10/2024
। জামাল হাওলাদার স্টাফ রিপোর্টার ঝালকাঠি সদর উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনী ব্রি ধান৮৭ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মো: মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো: জাকির হোসেন তালকদার, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: রিফাত সিকদার ও মনিটরিং অফিসার মো: ফরিদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ। অতিরিক্ত কৃষি অফিসার খাদিজার সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসারসহ ৭০ এর অধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তাগণ তেল ফসলের আবাদ বৃদ্ধিতে স্বল্প ও মধ্যম মেয়াদী আমন ধানের জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন।এছাড়াও তেল ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে তেলের আমদানি নির্ভরতা কমানো ও নিজেদের উৎপাদিত সূর্যমুখী ও সরিষা তেল ভক্ষণের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণে সচেষ্ট হতে আহ্বান করেন।