প্রকাশের সময় 16/10/2024
স্টাফ রিপোর্টার জামাল হাওলাদার ঝালকাঠি রাজাপুর সদর ৩নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৮৪ নং দক্ষিণ নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৭ নং রোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোলা গ্রামের হাজীবাড়ির ব্রিজ হয়ে মোঃ আঃ ছালাম মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে মনে করেন এলাকা জনগণ বলেন এটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে এবং মানুষের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। এই রাস্তাটি মেরামত না হওয়ায় স্থানীয় জনগণ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে বর্ষাকালে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি, যাতে তারা দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় এ ধরনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত, কারণ এটি জনগণের স্বাভাবিক জীবনযাত্রার সাথে সম্পর্কিত। রাস্তার মেরামত হলে মানুষ চলাচলে স্বস্তি পাবেন এবং দুর্ঘটনার সম্ভাবনাও কমে যাবে।