বিশাল মিছিল নিয়ে ঢাকার গণসমাবেশে চমক সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এসময় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী গণসমাবেশে হাজির হোন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির গণসমাবেশ ছিল। এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ গণসমাবেশ শুরু হয়। এদিন প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখবেন।
এর আগে সমাবেশ শুরু হওয়ার আগেই জেলা বিএনপির নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে দিতে ঢাকা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের স্লোগান ও নজরকাড়া শোডাউন সবার নজরকাড়ে। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির নেতাকর্মীদের আধিপত্যে ঢাকার রাজপথ তাদের দখলে ছিল।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।