প্রকাশের সময় 28/08/2024
ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামমুখী লেনে সৃষ্ট যানজটে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী ও চালকরা। তীব্র যানজটের মুখে বাসচালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করতে হচ্ছে। এর ফলে পাঁচ মিনিটের পথ আধা ঘণ্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সোনারগাঁ এলাকায় উল্টোপথে গাড়ী প্রবেশ এবং একাধিক গাড়ী বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের চট্টগ্রামমূখী লেনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ভোর থেকেই যানজট শুরু হয়। এ যানজট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগায়ের লাঙ্গলবন্দ পর্যন্ত ছড়িয়ে পরে। যানজটে আটকে যাত্রীদের দুর্ভোগের শিকাড় হতে হয়েছে। গতকাল বুধবার দুপুরে শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায় চট্টগ্রামমূখী লেনে শত শত যানবাহন আটকে আছে। এসব যানবাহনের যাত্রীবাহী বাসের যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউ কেউ বাস থেকে নেমে চলে যাচ্ছে। এসময় কথা হয় একাধিক যাত্রীর সাথে।
সাজ্জাদ হোসেন নামের এক যাত্রী জানায়, কুমিল্লা যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে বাস থেকে নেমে বাসায় যাচ্ছি।
আশরাফ নামে আরেক যাত্রী জানায়, আমি নিয়মিত শিমরাইল থেকে সোনারগাঁ যাতায়ত করি। আজকের মত যানজট দীর্ঘদিন পরে দেখলাম।
আমিনুল ইসলাম নামের এক বাসচালক জানায়, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। রাস্তায় যানজটের কারণে যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। দীর্ঘদিন পরে যানজটের কারণে যাত্রীরা ট্রাফিকদেরই দায়ী করছে।
শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। সোনারগাঁ এলাকায় উল্টো পথে গাড়ী প্রবেশ এবং একাধিক স্থান কিছু যানবাহন বিকল হওয়ায়
যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, রেকার দিয়ে বিকল গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। দ্রুত যানজট নিরসন হবে বলে আমরা আশা করছি।