নেত্রকোনার মদনে তীব্র তাপদাহে হিট স্ট্রোক করে নিহত হয়েছেন দুইজন।
হিট স্ট্রোকে নিহতরা হলেন, উপজেলা চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি গ্রামের শহীদ মিয়ার ছেলে গোলাপ (৪৫) ও মদন ইউনিয়নের পরশখিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে আব্দুর সাত্তার মিয়া (৬৫)।
কমছে না অতি গরম তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ প্রতিনিয়তই অসুস্থ হচ্ছে মানুষ জন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ- সবাই আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।
দুইজনেরই মৃত্যু হয়েছে অতি গরমে হিটস্ট্রোক করে বলে ধারণা করাছে স্বজনেরা।
আজ বৃহস্পতিবার ২ মে,সাপ্তাহিক বাজার করতে আসে উপজেলা দেওয়ান বাজারে।
সেখান থেকে বাড়ি ফেরার পথে তীব্র তাপদাহে ইিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান দুইজনেই।
গোলাপ মিয়াকে বাজারে অসুস্থ হয়ে হলে লোকজন মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতি গরমে কারণে হিটস্ট্রোক করে দুজন নিহত হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা৮ ডাক্তার নুরুল হুদা জানান, গোলাপ নামের একজন কে নিহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।
কিন্তু কি করে সে মারা গিয়েছে তা সনাক্ত করা যায়নি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।