গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন বাস্তবতায় এবার ঈদ করতে যাচ্ছেন বাংলাদেশের নিম্নআয়ের মানুষেরা। প্রতিটি খাদ্য পণ্যের দাম যখন বাড়তি, তখন ঈদে আনন্দ খুঁজে পাচ্ছেন না নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষ। বড়দের না হোক অন্তত ছোট শিশুদের জন্য হলেও একটু মানবিক সহায়তার দিকে তাকিয়ে আছেন তারা।
নেত্রকোনার বড় বাজারের ফুটপাতে পোশাক বিক্রি করেন মো. রাসেল। তিনি বলেন, ‘সাধারণত যারা দিনমজুরের কাজ করেন, তারা আমাদের এখানে কেনাকাটা করতে আসেন। আবার মধ্যবিত্তরাও আসেন। অনেক মধ্যবিত্ত মানুষ আছেন, যারা বেতনে কুলাতে পারেন না, আর্থিক সামর্থ্য কম। তারা এখানে কেনাকাটা করতে আসেন।’ কঠিন বাস্তবতার মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষের ঈদ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করে বিশ্ববাসী। আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করলেও এদেশে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য ঈদ আনন্দ বয়ে আনতে পারে না। এই পরিবারগুলো যেন কোনো ভাবে ঈদের দিনটি পার করলেই বেঁচে যায়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, এ বছর রোজা হতে পারে ৩০টি। ফলে সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।