প্রকাশের সময় 30/10/2024
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার। নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল মোল্যা নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল মোল্যা লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের রাবু মোল্যার ছেলে। মঙ্গলবার বিকালে লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এস.আই কাজী বাবুল হোসেন, ও সঙ্গীয় এএসআই মোঃ মিকাইল হোসেন, কনস্টেবল/কে.এম আশিকুজ্জামান,কনস্টেবল/বিপ্লব কুমার সরকার অভিযান চালিয়ে মোঃ আশরাফুল মোল্যা কে গ্রেফতার করে। এ সময় মাদক কারবারি আশরাফুল মোল্লার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১১,১৫০/ হাজার টাকা উদ্ধার হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।