প্রকাশের সময় 29/10/2024
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার। ২৯ অক্টোবর’ (মঙ্গলবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইনস্ গেটের বাহিরে পুলিশ লাইনস্ স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে ১জন ১জন করে প্রার্থীদের শারীরিক মাপ পরীক্ষা করে পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করানো হয়। প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইনস্ মাঠের ভেতরে কোটাভিত্তিক বিভিন্ন লাইনে দাঁড়ায়। সেখান থেকে সুশৃংখলভাবে উচ্চতা,ওজন এবং বুকের মাপে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্রের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদেরকে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয়। এসময় পুলিশ সুপার যোগ্য (শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের সুশৃংখল ও নিয়মের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন,”সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।”তিনি কারো কথায় প্ররোচিত হয়ে কোন রকম আর্থিক লেনদেনে জড়াতে নিষেধ করেন। নিয়োগ বোর্ডের সভাপতি নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর”স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ” প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, জিএমপি, ঢাকা; মোঃ মেহেদী হাসান শাতিল, সহকারি পুলিশ সুপার(ক্রাইম রেঞ্জ),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নড়াইল; জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর জেলা; মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা; ২ জন মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস বিশ্বাস ও ডাঃ ভাষিকা মিফতাহুল ফাইকাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।