কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ইসলামি ছাত্র আন্দোলন, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে আয়োজনে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন,
কলেজ মোড়ে ব্লাড ক্যাম্পিং,শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় আল কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী কলেজ মোড়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশ চলাকালে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্র আন্দোলনের নাগেশ্বরী থানা শাখার সভাপতি এমএম আবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আহমাদ শাফী,বিশেষ অতিথি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আনছার আলী রয়েল,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম,ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কাজীউল হক,সাধারন সম্পাদক সাঈফ মুহাম্মদ শাহ আলম, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলিম আল আসিফ প্রমুখ।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।